খেলা

জরিমানা থেকে বাঁচলেন নেইমার

পরিবেশবিষয়ক লাইসেন্স ছাড়াই, রিও ডি জেনিরোতে কেনা নতুন বাড়িতে কৃত্রিম লেক বানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এজন্য তাকে ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। তবে সেই জরিমানা দিতে হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। আদালতের রায়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, আদালতের রুল হাতে পেয়েছেন। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোনো পরিবেশবিষয়ক লাইসেন্সের দরকার নেই।

এর আগে, মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় নেইমারকে জরিমানা করেছিল। তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কেনেন নেইমার। ওই বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button