জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় নিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল।
স্লো ওভার রেটের এই অপরাধে আইসিসির পক্ষ থেকে দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানা করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই জরিমানার অর্থ নির্ধারণ করেন। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে কোনোমতে ৬ উইকেটে ১৫৮ রান করতে পারে বাংলাদেশ।