বিনোদুনিয়া

জমকালো আয়োজনে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

পর্দা উঠলো ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের।

মঙ্গলবার সন্ধ্যায় ফরাসি শহরটির ‘পালে দে ফেস্তিভ্যাল’-এর গ্র্যান্ড থিয়েটারে বসে জমকালো আসর।

দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে মানুষের ভিড়।

উৎসবের প্রথম দিনেই পর্দায় ফিরছেন হলিউড তারকা জনি ডেপ। তার অভিনীত সিনেমা ‘জন দ্যু ব্যারি’ প্রথমবারের মতো কান উৎসবে প্রিমিয়ার হয়। একই দিনে ফ্রান্সেও সিনেমাটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন মাওয়েন, যিনি সিনেমার মুখ্য নারী চরিত্রে জনি ডেপের বিপরীতে অভিনয় করেছেন। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জনি ডেপ, মাওয়েন,এবং বেঞ্জামিন লাভেরে, পিয়েরে রিচার্ড, প্যাসকেল গ্রেগরি, মেলভিল পাউপাউড। সিনেমার গল্প কিং লুই ফিফটিন এবং নারী চরিত্র ‘ভুবেরনিয়ার’ এর সঙ্গে পরকীয়া স্ক্যান্ডাল নিয়ে গড়ে উঠেছে।

জনি ডেপ কিং লুই ফিফটিনের ভূমিকায় অভিনয় করেছেন। এদিন সন্ধ্যায় আরও উপস্থিত ছিলেন ক্যাথরিন জেটা-জোনস, মাইকেল ডগলাস, ক্যাথরিন ডেনিউভ, উমা থারম্যান, এলি ফ্যানিং, হেলেন মিরেন, ম্যাডস মিকেলসেন, এমমানুয়েল বার্ট, ফ্রাঞ্জ রোগোস্কি, মারিয়া ডি মেডিইরোস, পম ক্লেমেন্টিফ এবং ফ্যান বিংবিগ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডসহ অন্য সদস্যদের।

তারা হলেন, ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

এর আগে ঘোষণা হয়েছে এবারের উৎসবের প্রধান বিচারক হিসেবে আছেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড।

মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।

উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২ মুভি, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র এবং একটি টিভি সিরিজ। ১৯ মে দেখানো হবে বাংলাদেশি চলচ্চিত্র ‘মা’। এটি অরণ্য আনোয়ার পরিচালিত মুক্তিযুক্তভিত্তিক সিনেমা।

Related Articles

Leave a Reply

Back to top button