রাজকূট

জবি শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুমের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, কয়েক দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আবাসন–সংকটসহ কিছু দাবিতে আন্দোলন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন,‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন মূলত শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করেই হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলা আবাসন সংকটের কোনো কার্যকর সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।’ তিনি আরও বলেন,‘শিক্ষাঙ্গনে অশান্ত পরিবেশ সৃষ্টি হলে তার প্রভাব পড়ে শিক্ষার্থীদের পড়াশোনার ওপর। যা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।’

মাওলানা মা’ছুম অভিযোগ করেন,‘অতীতের কোনো সরকারই জবির শিক্ষার্থী ও শিক্ষকদের প্রকৃত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি। আজকের এই সঙ্কট তারই ধারাবাহিক ফল।’ বিবৃতিতে তিনি বর্তমান সরকারকে ছাত্র ও শিক্ষকদের সঙ্গে সংলাপে বসে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান। পাশাপাশি দ্রুত দাবি মেনে নিয়ে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান।

প্রসঙ্গত, কয়েক দিন ধরে আবাসন সংকটসহ নানা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button