জাতীয়লিড স্টোরি

জন সমর্থন ও সক্ষমতা নেই যাদের, তারা নির্বাচনে অংশ নেয় নাঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে এক জায়গায় বউ আরেক জায়গায় ছেলেকে দেয়া ঠিক না। উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত করতেই নির্দেশ দেয়া হয়েছিল যাতে পরিবারের কেউ না দাঁড়ায়।

বৃহস্পতিবার (০২ মে) থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজন ও এক জায়গায় তাদের বউ আরেক জায়গায় ছেলেকে প্রার্থী দেয়া ঠিক না। সবকিছু নিজেরাই নেবেন, কর্মীরা কিছু পাবে না৷ তা তো হয় না৷ সেজন্যই এমন নির্দেশনা দেয়া হয়েছিলো৷

তিনি বলেন, তারা আসে না, তাদের জন সমর্থন ও সক্ষমতা নেই বলে৷  অন্য অনেক দেশে নির্বাচন হচ্ছে, সেখানে পর্যবেক্ষক পাঠাবে বাংলাদেশ৷ দেখবো সেখানে কেমন ভোট হয়৷ নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা আরও গণমুখী করতে চাই৷ প্রভাবমুক্ত নির্বাচন করার জন্যই উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা যেন না দাঁড়ান,  সেই জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে দলে৷ মানুষ যাকে চাইবে, তিনিই নির্বাচিত হবেন৷
প্রধানমন্ত্রী বলেন, দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। বৈশাখ মাসে দেশে গরম পড়া নতুন কিছু নয়৷ তবে সবাইকে সাবধান হতে অনুরোধ করছি৷ কেননা, হিটস্ট্রোক বাড়ছে৷ প্রকৃতির সঙ্গে তো কিছু বলার নেই৷ দেশে বন্যা হতে পারে৷ সেসব মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে৷
 

Related Articles

Leave a Reply

Back to top button