জাতীয়

জন্মাষ্টমীতে সজীব ওয়াজেদ জয়ের আন্তরিক শুভেচ্ছা

হিন্দু ধর্মাবালম্বীদের অন্যতম প্রধান বার্ষিক উৎসব জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে বলেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই দিনে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।’

তিনি উল্লেখ করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জীবনাচারণ ও কর্ম দিয়ে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

এদেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বাস করে আসছে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, কিছু হায়েনার কবলে পড়ে বাংলার মাটিতে ধর্মীয় বিদ্বেষ, হানাহানি শুরু হয়।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলা অকথ্য নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, খুন, ধর্ষণ, লুটতরাজ- হেন কোন অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি।

ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ। যার জন্য আন্তর্জাতিক মহল থেকেও প্রতিবাদ করা হয়েছিল। সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজ আবারো শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছে।

ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাস বুকে ধারণ করে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ-এমনটি উল্লেখ করে জয় বলেন, দেশের প্রতিটি মানুষ আনন্দের সাথে, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, দেশের ও সমাজের শান্তি, সৌহার্দ্য বজায় রাখবে, তাতেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button