বিনোদনসাহিত্য ও বিনোদন

জন্মদিনে মেয়ের জন্য দোয়া চাইলেন তিশা

একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর প্রথম জন্মবার্ষিকীতে সবার কাছে দোআ চাইলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি।

মায়ের অসুস্থতার কারণে মেয়ের বিশেষ দিনটি ঘরোয়াভাবেই পালন করেছেন ফারুকী-তিশা।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মদিন পালনের কিছু ছবি পোস্ট করে তিশা লিখেছেন, ইচ্ছা ছিলো ইলহামের প্রথম জন্মদিনে আমাদের বন্ধু-কলিগ সবাইকে নিয়ে একটু আনন্দ আয়োজন করবো। কিন্তু আম্মুর অসুস্থতার জন্য সেই চিন্তা বাদ দিই। তারপরও ঘরের মানুষজন নিয়ে আমরা আনন্দ করেছি।

মেয়ের জন্য দোয়া চেয়ে অভিনেত্রী লেখেন, ইলহামকে উইশ করেছি, যেনো ও বড় হয়ে ভালো মানুষ হয়। সবাই ওর (ইলহাম) জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ১১ বছরের সংসার জীবনে এসে ২০২২ সালের ৫ জানুয়ারি মা-বাবা হন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button