
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস আমদানিতে যে ভর্তুকি দেওয়া হয় তা এখন থেকে জনসাধারণকে পরিশোধ করতে হবে।
রোববার (১৮ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে। এ ছাড়া গ্যাস আমদানি ও পরিবহনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে। এতদিন আমাদের অর্থ ছিল, আমরা ভর্তুকি দিয়েছি।
সরকারপ্রধান বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের ফলে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেওয়া হয়েছে সেই ভর্তুকি টাকা এখন আপনাদের দিতে হবে।