জাতীয়

ছয় সমন্বয়ক শিগগিরই বাসায় ফিরে যাবেন: ডিবি প্রধান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক শিগগিরই বাসায় ফিরে যাবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (২৮ জুলাই) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আমরা তাদের (সমন্বয়করা) সঙ্গে কথা বলছি, তাদের পরিবারের সঙ্গে কথা বলছি। আমরা মনে করি, তারা শিগগিরই তাদের পরিবারের কাছে চলে যাবেন। আমরা তাদের সিকিউরিটির বিষয়টা দেখছি।’


সমন্বয়কদের পরিবারের সদস্যরা ধন্যবাদ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের লোকজন গতকাল (রোববার) রাতেও সমন্বয়কদের দেখা করেছেন। আজও দেখা করেছেন। তারা (সমন্বয়করা) ভালো আছেন দেখে পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদের জন্যবাদ জানিয়েছেন।’

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান বলেন, ‘ডিবি কার্যালয় একটা আস্থার জায়গা। এখানে কারো প্রতি অন্যায় আচরণ বা হেনস্তা করা হয় না। ভবিষ্যতেও করা হবে না। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা মূলত তাদের সিকিউরিটির জন্যই কাজটা করে থাকি।’

Related Articles

Leave a Reply

Back to top button