Leadজাতীয়

ছোট-বড় সবাই মেতেছেন বৈশাখের আনন্দে

ঢাকা : আজ পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালির প্রাণের পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের মূল বৈশিষ্ট্য হলো- পৃথিবীর অন্যান্য বর্ষপঞ্জি যেখানে কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত। বাংলা নববর্ষ সেদিক থেকে সম্পূর্ণ আলাদা।

কৃষিকাজ ও খাজনা সংগ্রহের নিমিত্তে এর প্রচলন এবং দিনে দিনে তা হয়ে ওঠে সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। তাই পুরোনোকে পেছনে ফেলে এসেছে নতুন দিন। সেই নতুনকে লোকাচার, অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল আলোয় বরণ করে নেবে বাঙালি।

বাংলা নতুন বছরের প্রথম দিনের সকালে রাজধানীর রাস্তাগুলোতে ঘুরতে নামা মানুষে ভরে গেছে। তাদের পরনে রঙিন পোশাক। সবার চোখে-মুখে আনন্দ-উচ্ছ্বাসের ছাপ। তাদের কেউ কেউ গানের তালে মেতে ওঠেন। পার্কে পার্কে চলছে ‘বৈশাখী মেলা ও আনন্দ উৎসব’।

মাঠে বাউলগানের আসর, ঢাকঢোল বাজছে। বসেছে হরেক পদের দোকান। পাওয়া যাচ্ছে বাঙালি পোশাক, হস্তশিল্প, গয়না ও শিশুদের খেলনা। এ যেন শহরের বুকে একটুকরা গ্রামীণ আবহ।

নববর্ষের সঙ্গে নবরূপে সেজেছে বাংলাদেশ। ধর্ম-বর্ণের বাঁধ ভেঙে বাঙালি পরিচয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দে মেতেছে সারা দেশের মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী বৈশাখী মেলা। পাশাপাশি রমনা কালী মন্দির সংলগ্ন এলাকায়ও মেলা বসেছে।

নববর্ষকে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কেউ বা প্রিয় মানুষের সঙ্গে এসেছেন ঘুরতে। কেউবা এসেছেন পুরো পরিবার নিয়ে। ছোট-বড় সবাই পহেলা বৈশাখের আনন্দে মেতেছেন।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, চারুকলা, রমনা কালী মন্দির, কলাভবন এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা। শিশুদের হাতে চরকা, অনেকেই উঠছেন নাগরদোলায়, অনেকেই ঘুরে দেখছেন আশপাশ। অনেকেই আবার তীব্র রোদে গাছের ছায়ায় বসে গল্প জমাচ্ছেন প্রিয় মানুষ কিংবা পরিবারের সঙ্গে।

তীব্র রোদেও আগতদের মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। বরং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এক দর্শনার্থীরা বলছিলেন, এ বছর বৈশাখের আনন্দ বহুগুণে বেড়েছে। শোভাযাত্রাও আগের থেকে বড় এবং সৌন্দর্যমণ্ডিত লেগেছে। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের পর তারা ক্যাম্পাস ও মেলা ঘুরে ঘুরে দেখছেন।

এবার ক্যাম্পাসের আশেপাশে কয়েক জায়গায় মেলা বসেছে। অনেকেই নাগরদোলায় চড়ছেন। চারুকলায় অগণিত মানুষ। পহেলা বৈশাখের আনন্দ সবার চোখে। তীব্র রোদ ম্লান তাদের আনন্দের কাছে। বলতে গেলে, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির আনন্দের ধারক ও বাহক হয়ে এসেছে।’

আনন্দ শোভাযাত্রা শেষ করে মেলা উপভোগ করছিল ৬ বছরের শিশু তানজিম। তানজিম বলে, ‘অনেক ভালো লাগছে। হেঁটে হেঁটে পুতুল দেখেছি, পাখি দেখেছি, বাঘ দেখেছি।

দর্শনার্থী রাকিবুল ইসলাম বলেন, এবারের প্রেক্ষাপট ভিন্ন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ একটি আশাব্যঞ্জক নতুন ধারায় বিনির্মাণ হবে। আমাদের বর্ষবরণের রীতিনীতি বদলে গিয়ে জাতীয় মূল চেতনার সঙ্গে সম্পৃক্ত হবে এ প্রত্যাশা দেশবাসীর। তারপরও রমনার বটমূলে ছায়ানটের শিল্পীদের আসর জমবে। আয়োজন করা হবে আনন্দ শোভাযাত্রার। বাঙালি তার মনের রংটুকু ধরে রাখবে। হতাশায় না ডুবে সবাই মিলে একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখবে।

আরেক দর্শনার্থী বাকিবিল্লাহ বলেন, বাঙালির জীবনে বৈশাখ একটি অনন্য বার্তা নিয়ে আসে। বিগত জীবনের দীনতা, হীনতা ও জীর্ণতা ঝেড়ে ফেলে নতুন করে উদ্যমী হওয়ার আহ্বান জানায় বৈশাখ। দুঃখ-কষ্ট, বেদনাকে মুছে ফেলে নতুন করে বাঁচার নির্দেশনা দেয়। আমরা প্রত্যাশা করি, ১৪৩২ বঙ্গাব্দ প্রত্যেক বাঙালির জীবনে সজীবতা বয়ে আনবে।

 নিউজ নাউ বাংলা / ১৪ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button