বিনোদুনিয়া

ছেলেসহ হাসপাতালে পরীমণি

১১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার সঙ্গে ছেলে রাজ্যসহ পরিবারের আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, এরপর চারদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন পরীমণি। এখনো তাদের চিকিৎসা চলছে।

আজ (১৪ জানুয়ারি) ফেসবুক পোস্টে বিষয়টি পরীমণি নিজেই জানিয়েছেন। তিনি লিখেছেন, শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দু-একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য এখনো হসপিটালাইজড।

Related Articles

Leave a Reply

Back to top button