ছেলেকে বিদেশ পাঠাচ্ছে শাকিব-অপু

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে, আব্রাম খান জয় লেখাপড়ার জন্য বিদেশ যাচ্ছে।
সম্প্রতি অপু বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন, জয়কে শিগগিরই পড়ালেখার জন্য দেশের বাইরে পাঠাবেন।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে ঈদ আড্ডার আয়োজনে হাজির হয়ে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে। সময় যত ঘনিয়ে আসছে, বুকটা কেমন জানি ভারি হয়ে যাচ্ছে; বলে বোঝানো যাবে না।’
অল্প বয়সেই জয়কে দেশের বাইরে পাঠানো নিয়ে আপত্তি ছিল শাকিব খানের পরিবারের। কিন্তু তাদেরকে রাজি করাতে সক্ষম হয়েছেন অপু বিশ্বাস। সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
অপুর কথায়, ‘এখানে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পাড়ছে। যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে। ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিৎ। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যতো দিন যাচ্ছে ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই।’
তবে কোন দেশে পাঠাচ্ছেন ছেলেকে সে বিষয়ে কিছু বলতে চাননি এই নায়িকা। এত কম বয়সে জয় বিদেশে এক থাকবে কি না, এমন প্রশ্নে অপু বললেন, ‘না, না আমি ওকে একা রাখব না। ওর বাবা-মা, আমরা ফ্যামেলির সবাই মিলেমিশে থাকা হবে।