জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্য মন্ত্রীর এপিএস আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী আহত হয়েছেন। রাজধানীর বেইলি রোডের পার্বত্য মন্ত্রীর বাসভবন থেকে দাপ্তরিক কাজ শেষে ফার্মগেট নিজ বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএসকে বহনকারী গাড়িটি কারওয়ান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরির আঘাত করে পালিয়ে যায়। এপিএস বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Back to top button