ক্রীড়াঙ্গন

ছিটকে গেছেন সাকিব, বদলিতে হাসান

তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। যে কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলে স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন হাসান মাহমুদ।

রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি

এদিকে রোববার চট্টগ্রামে অনুশীলন করতে গিয়ে চোট পান সাকিব। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। শুরুর তিনজনকেই সাজঘরে ফেরান বাংলাদেশের পেসার। ৪৪ রানের বিনিময়ে তিনি নেন আভিস্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা ও সাদেরা সামারাভিক্রমার উইকেট। ওই ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ জিতে ৬ উইকেটে।

গত বছর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তানজিম সাকিবের। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে রোহিত শর্মা ও তিলক বার্মার উইকেট পান তিনি। যেখানে টাইগাররা জিতে ৬ রানে। ওই ম্যাচে ব্যাট হাতে ৮ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন সাকিব।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছেন তানজিম। ৭ ম্যাচে তার শিকার ১২ উইকেট। টি-টোয়েন্টিতে ২ ম্যাচে নিয়েছেন ২ উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button