ফিচার

ছাত্রশিবিরের নৃশংসতার ইতিহাস ও রগ কাটার রাজনীতি

শামীমা দোলা : বাংলাদেশের রাজনীতি সব সময়ই তরুণ প্রজন্মকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে কোনো আন্দোলন-সংগ্রামের সূচনা হয়, আর তারই ধারাবাহিকতায় ছাত্র সংগঠনগুলো দেশের রাজনৈতিক সংস্কৃতিকে প্রভাবিত করে এসেছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন আশির দশক থেকে বারবার কলঙ্কিত হয়েছে “রগ কাটার রাজনীতি”র ভয়ংকর অধ্যায়ে। এ নৃশংস সংস্কৃতির সূত্রপাত ঘটেছিল জামায়াতে ইসলামী-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের হাত ধরে।

আশির দশকের সূচনা: রগ কাটার রাজনীতি

বলা হয়ে থাকে, আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েই প্রথম “রগ কাটা”র ভয়াবহ রাজনীতি চালু হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো, অক্ষম করে দেওয়া, অথবা সরাসরি অঙ্গহানি করার এ সংস্কৃতি ছাত্রশিবিরের মধ্য দিয়েই মূলত ছড়িয়ে পড়ে। শারীরিক অঙ্গচ্ছেদের মাধ্যমে প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদে অক্ষম করে দেওয়াই ছিল এর মূল লক্ষ্য।

২০১০: ভয়াল রাতের নৃশংসতা

দীর্ঘ সময়ের বিরতির পর ২০১০ সালে ফের আলোচনায় আসে শিবিরের রগ কাটার রাজনীতি। ওই বছরের ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে এক ভয়ংকর ঘটনা। শিবিরকর্মীরা ছাত্রলীগের নেতা ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে এবং তাঁর লাশ ম্যানহোলে ফেলে দেয়। একই রাতে ছাত্রলীগের চার কর্মী—সাইফুর রহমান বাদশা, ফিরোজ মাহমুদ, আরিফুজ্জামান ও শহিদুল ইসলাম—এর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়।

ভুক্তভোগীদের একজন, সাইফুর রহমান বাদশা আজও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। তাঁর কথায়—
“শরীরের কাটা দাগগুলো দেখে এখনো আঁতকে উঠি। ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না। শিবিরের নৃশংসতা কেড়ে নিয়েছে আমার সব স্বপ্ন।”

ধারাবাহিক হামলার শিকার ছাত্রলীগের নেতারা

শুধু ২০১০ নয়, সাম্প্রতিক বছরগুলোতেও একই ধারা দেখা গেছে।

  • ২১ নভেম্বর ২০২৩: ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের এক হাত ও এক পায়ের রগ কেটে দেওয়া হয়। আজও তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।
  • ১৭ মার্চ ২০২৪: বিনোদপুরে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়; চিকিৎসকরা একাধিক অস্ত্রোপচারের পরও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে পারেননি।
  • ১৪ এপ্রিল ২০২৪: ছাত্রলীগের জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁর একটি পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। হাবিবুর এখন সারাজীবনের জন্য পঙ্গু।

এ ছাড়া ২০২৩ সালের অক্টোবর মাসে ছাত্রলীগের কর্মী ইমরান হোসেন এবং নেতা মাহবুব আলমও একই ধরনের হামলার শিকার হন।

ভুক্তভোগীদের যন্ত্রণা

এ ধরনের হামলায় আহতরা শুধু রাজনৈতিকভাবে নয়, শারীরিকভাবেও সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন।

  • শহিদুল ইসলাম বলেন: “আমার ডান পায়ের গোড়ালি থেকে নিচ পর্যন্ত কোনো অনুভূতি নেই। হাঁটতে গেলে পা ফুলে যায়, রাতে প্রচণ্ড ব্যথা করে।”
  • হাবিবুর রহমানের আক্ষেপ: “দল থেকে কৃত্রিম পা সংযোজনের জন্য আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কোনো নিশ্চয়তা পাইনি।”

পুলিশের বক্তব্য

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার শাহ গোলাম মাহমুদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রগ কাটার মতো নৃশংস হামলার বেশির ভাগ ক্ষেত্রেই ছাত্রশিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে শিবিরের নেতারা সাংবাদিকদের ফোনে পাওয়া যায়নি।

ছাত্রলীগের অভিযোগ

ছাত্রলীগের নেতাদের অভিযোগ, শিবির কখনোই প্রকৃত অর্থে ছাত্র সংগঠন ছিল না; বরং এটি একটি “জঙ্গি সংগঠন” হিসেবে ক্যাম্পাসে কাজ করে এসেছে। তাদের দাবি, শিবির রাতের অন্ধকারে ক্যাডারদের নিয়ে পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে হত্যা ও পঙ্গু করার রাজনীতি চালিয়ে আসছে।

সবশেষ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রগ কাটার রাজনীতি এক ভয়াবহ কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে আছে। শিক্ষার আলো ছড়ানোর পীঠস্থান বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে রক্তাক্ত দ্বন্দ্বের ময়দানে। প্রতিটি হামলা শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবারের আর্থ-সামাজিক ভবিষ্যৎও ছিন্নভিন্ন করে দেয়।

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে যদি সামনে এগিয়ে নিতে হয়, তবে এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসী রাজনীতির সংস্কৃতি চিরতরে বন্ধ করা জরুরি। অন্যথায় শিক্ষাঙ্গন আর শিক্ষার কেন্দ্র হিসেবে টিকে থাকবে না; বরং পরিণত হবে সহিংসতার চারণভূমিতে।

শামীমা দোলা

সম্পাদক

নিউজ নাউ বাংলা

Related Articles

Leave a Reply

Back to top button