বিনোদন

ছাড়পত্র পেল বুবলীর ‘‘লোকাল’’

সম্প্রতি ‘লোকাল’ ছবির শুটিং ডাবিংসহ সম্পাদনার সমস্ত কাজ শেষ করেছেন পরিচালক সাইফ চন্দন। তারপর ছবিটি মুক্তির উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেন। সেখানে খুব প্রশংসিত হয়েছে ‘লোকাল’। কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র দেওয়া হয়।
সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরনের আরও সিনেমা নির্মাণের জন্য উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।’
কাজী হায়াত বলেন, ‘বুবলী খুব ভালো করেছে। আদরও খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্নভাবে। পরিচালক খুব ভালো বানিয়েছে। একটি পলিটিক্যাল গল্প কত সুন্দরভাবে দেখিয়েছে৷ সাইফ চন্দনকে দোয়া করেছি।’
মিশা সওদাগর বলেন, ‘ছবিটি ভিন্ন মেজাজের। আমার অভিনয় জীবনের প্রথমবার এই ধরনের একটা আলাদা টোনে অভিনয় করেছি।’
বুবলী বলেন, ‘‘লোকাল’ আমাদের অনেক পরিশ্রমের ছবি। দিন শেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যগণ প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।’
‘লোকাল’ ছবির কাহিনী সংলাপ করেছেন ফেরারী ফরহাদ। ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। আদর, বুবলী ও মিশা সওদাগর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সাঞ্জ জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Back to top button