বিনোদুনিয়া

চ্যালেঞ্জ নিতে চাই : দীঘি

সম্প্রতি নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যেই তিনি হয়েছেন চুক্তিবদ্ধ। এ বছরের নভেম্বরে ‘দেয়াল’ শিরোনামের এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তবে এই সিনেমায় নায়কহীন তিনি। তার বিপরীতে কোনো নায়ককে দেখা যাবে না। মূলত গল্পটাই এমন, যেখানে নায়কের প্রয়োজনও নেই।
এ প্রসঙ্গে গণমাধ্যমে দীঘি বলেন, সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ-আলোচনা চলছিল। শুরুতে কাজটা করা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বেও ছিলাম। কিন্তু পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। নিজেকে অন্য রকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল। ভাবলাম, জীবনে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। তাই রাজি হয়েছি।
তিনি আরও বলেন, এ ধরনের গল্পে কিন্তু আমাদের এখানে কাজ খুব একটা হয় না। গল্প সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না, তাই এর বেশি আর কিছু জানাতে পারছি না। এখন আমি চরিত্রটির জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি।

Related Articles

Leave a Reply

Back to top button