আন্তর্জাতিকফিচারমজারশুক্রবারের বিশেষ

চেজ গালিপের চুল যাদুঘর

তুরস্কের ক্যাপাসেডিয়া অঞ্চলে আভানোস একটি ছোট্ট শহর। এই ছোট্ট শহরের একটি মৃৎশিল্পের দোকানের উপরে রয়েছে অস্বাভাবিক একটি জাদুঘর। এটি চুল যাদুঘর হিসেবে পরিচিত। যাদুঘরটির নাম ‘‘অ্যাভানোস হেয়ার মিউজিয়াম’’ । এটি ৩৫ বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান। এর সমস্ত প্রদর্শন চুলের স্ট্র্যান্ড ছাড়া আর কিছুই নয়। যাদুঘরটির কারিগর হচ্ছেন চেজ গালিপ নামে এক মৃৎশিল্পী।

অ্যাভানোস হেয়ার মিউজিয়াম

এই যাদুঘরটি প্রতিষ্ঠার মূলে এক হৃদয়াগ্রহী ঘটনা। ঘটনাটা হচ্ছে-

১৯৭৯ সালের কথা। তুরস্কের আভানোস শহরে এক তরুণ মৃৎশিল্পী বাস করতেন। তার নাম ছিলো চেজ গালিপ। শহরের একটা ছোট্ট বাড়ীতে ছিলো তার শিল্প সামগ্রীর একটা দোকান আর বাড়ীর বেসমেন্টে গুহার মতো অংশটাতে ছিলো তার কর্মশালা। একদিন ফ্রান্স থেকে এক নারী শিল্পী গালিপের কাছে কাজ শিখতে আসলো। বেজমেন্টের সেই ঘরে গালিপ তাকে কাজ শেখায়। কিন্তু এরই মধ্যে ঐ শিল্পীর সাথে গালিপের অন্তরঙ্গ সম্পর্ক তৈরী হয়।
অ্যাভানোস হেয়ার মিউজিয়াম
তিনমাস কাজ শেখার পর ঐ নারীর দেশে ফেলার দিন চলে আসে। এতে তারা দু’জনেই খুব আবেগাপ্লুত হয়ে পড়ে। যাওয়ার সময় সেই ফরাসি শিল্পী তার স্মৃতির নিদর্শন স্বরূপ নিজের মাথার একগোছা চুল গালিপকে দিয়ে যায়। প্রসঙ্গক্রমে বলে রাখি, ক্যামেরা ব্যাপকভাবে চালু হওয়ার আগে মানুষ তার প্রিয়জনের স্মৃতি ধরে রাখার জন্য তখন চুল দেয়া-নেয়া করতো। কারণ চুল সহজে নষ্ট হয় না এবং বহনে সুবিধা। ব্যাথিত গালিপ তার প্রেমাষ্পদের চুলের গোছাটি বেসমেন্টর কর্মশালায় যত্ন করে রেখে দিয়েছিলো। তার মৃৎশিল্পের দোকানে কেউ (বিশেষ করে কোনো বিদেশি নারী) কিছু কিনতে আসলে সে তার ঐ প্রেমিকার গল্প করে, নিজের বিরহ-বেদনার কথা বলে এমনকি বেজমেন্টে নিয়ে গিয়ে ঐ চুলের গোছাটি দেখায়।
অ্যাভানোস হেয়ার মিউজিয়াম
গালিপের কষ্টের সমব্যাথী হয়ে অনেক বিদেশি নারীরাও নিজেদের একগোছা চুল কেটে তার সাথে একটা চিরকুটে নিজের নাম-ঠিকানা লিখে গালিপের প্রেমিকার চুলের পাশে রেখে যেতো। এভাবে দেখতে দেখতে হাজার হাজার নারীর চুলের এক বিশাল সম্ভার গড়ে উঠে গালিপের বাড়ীর বেসমেন্টে। আর এভাবেই তৈরী হয় পৃথিবীর সর্ববৃহৎ চুল যাদুঘর।
অ্যাভানোস হেয়ার মিউজিয়াম
বর্তমানে এই চুল যাদুঘরে কমপক্ষে ১৬০০০ মানুষের চুলের গোছা রয়েছে। দর্শনার্থীদের যে কেউ ইচ্ছা করলেই যেনো সেখানে চুল দিতে পারে সেজন্য যাদুঘরটিতে নিদ্দিষ্ট স্থানে কাঁচি, কাগজ, কলম, স্কচটেপসহ দরকারি জিনিসপত্র রাখা থাকে। চুল দানকারীরা চুলের সাথে নিজের নাম-ঠিকানা লিখে দেয়। অনেকে আবার নিজের একটা ছোট্ট ছবিও চুলের সাথে গেঁথে দেয়।
অ্যাভানোস হেয়ার মিউজিয়াম
গালিপ কিন্তু থেমে থাকেনি। ১৯৯৮ সালে সে এই যাদুঘরকে গিনেস বুক অফ রেকর্ডসের অন্তর্ভূক্ত করে নেয়। এছাড়া সে যাদুঘরটিকে ঘিরে এক অভিনব কর্মসূচি চালু করেছে। প্রতি বছর জুন এবং ডিসেম্বরের প্রথম তারিখে সে তার যাদুঘরে প্রবেশকারি প্রথম ব্যাক্তিকে অনুরোধ করে চুল প্রদানকারিদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করতে। ঐ দশজনকে গালিপ নিজ খরচে আভানোস শহরে দশদিন আতিথি হিসেবে বরণ করে নেয়, সেই সাথে তাদেরকে বিনামূল্যে মৃৎশিল্পের প্রশিক্ষণ প্রদান করে।
অ্যাভানোস হেয়ার মিউজিয়াম
৩৫ বছর পরে গলিপের সেই প্রেমিকা আভানোস শহরে আবার এসেছিলেন। তিনি অবাক বিস্ময়ে দেখে গেছেন গালিপের প্রচেষ্টায় তার দেয়া একগোছা চুল বিশ্ববাসীর জন্য কি এক অনন্য যাদুঘর সৃষ্টি করে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button