বিনোদুনিয়া

চুপিসারে বিয়ের পিঁড়িতে মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি কাজ করেছেন বড় পর্দাতেও। তার সাথে নির্মাতা আদনান আল রাজীবের দীর্ঘদিনের প্রেমের কথা সবার জানা। এতোদিন ধরে প্রেম করলেও বিয়ের বিষয়ে কখনো মুখ খুলেননি এই জুটি। তবে এবার জানা গেল অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন।
সবকিছু ঠিক থাকলে, আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন তিনি। বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। কয়েক বছর ধরে বেছে বেছে কাজ করছেন তিনি।
২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।
অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন।
সবকিছু ঠিক থাকলে, আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন তিনি। বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। কয়েক বছর ধরে বেছে বেছে কাজ করছেন তিনি।
২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button