
আগামী ২৬ মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। এটিই হবে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর।
রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সফরের প্রধান কর্মসূচিগুলো তুলে ধরেন।
তিনি জানান, সফরের আগে রোববার চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সফরের বিভিন্ন কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
শফিকুল আলম জানান, ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীনে যাবেন। ২৭ মার্চ দি বুয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, বিএফএকে ডেভোস অফ দ্য ইস্ট বলা হয়। এ সম্মেলনে ডেভোসের মতো বিশ্বের বড় বড় দেশ ও এসব অঞ্চলের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বড় বড় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা থাকবেন। প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে চীনা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সফর হবে প্রধান উপদেষ্টা প্রথম দ্বিপাক্ষিক সফর। ২৮ মার্চ প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া চীনের বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, সফরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশে শিল্পায়নের জন্য চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য হাব তৈরি করা। যাতে করে প্রতিষ্ঠানগুলো তাদের কোম্পানি বাংলাদেশে নিয়ে আসে। চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিকালে প্রধান উপদেষ্টার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইতোপূর্বে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে চীনের সোলার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। চীনের সোলার কোম্পানিগুলোর উৎপাদন বিভিন্ন কারণে ব্যাহত হচ্ছে। তার আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে দুইটি কোম্পানি বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশে এলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চীন সফরকালে প্রধান উপদেষ্টা পিকিং ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, পিকিং ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। সফরকালে তিনি চীনের বিভিন্ন আইটি পার্কেও পরিদর্শনে যাবেন।