আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক প্রাণহানি

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১১ জন নিহত হয়েছে। আহত ২২০ জনের বেশি। ধসে পড়েছে বেশ কিছু ভবন। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে ভূমিকম্প আঘাত হানে। দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৯ মাত্রার। আর সিনহুয়া বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল)। ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ দেখা গেছে। এরই মধ্যে শুরু হয়েছে জরুরি উদ্ধার কাজ।
ঘটনাটিকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছেন চীনা নেতা শি জিনপিং। যেখানে তিনি তল্লাশি ও উদ্ধার কাজের প্রতি জোর দিয়েছেন। একই সঙ্গে আহতদের সঠিক সময়ে চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button