চিলমারীর বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডস এলায়েন্স
বন্যা কবলিত চিলমারীর একশ পরিবারের মাঝে পূনর্বাসনের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস এলায়েন্স।
গত ৩০ আগষ্ট,২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস্ অ্যালায়েন্স (ডুফা) সেশন ৯৫-৯৬ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
শুক্রবার সকাল দশ টায় চিলমারী সরকারী কলেজ মাঠে ডুফা’র পক্ষ হতে বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসাবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বন্যা দুর্গত অসহায় পরিবার এবং যাদের মাটির তৈরী কাঁচা বাড়িঘর বন্যায় নষ্ট হয়ে গেছে এমন – ক্ষতিগ্রস্ত একশ বিশটি পরিবারের মাঝে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।ঢাকা বিশ্বদ্যিালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) এর সদস্য জনাব মোঃ হামিদুল ইসলাম এর নেতৃত্ব এসময় উপস্হিত ছিলেন ডুফা সদস্য জনাব মোঃ অাবু সাঈদ,জনাব মোঃ ফারুক হোসেন ও জনাব মোঃ সাজ্জাদ হোসেন।ত্রান বিতরন অনুষ্ঠানে এসময় অারো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক বন্ধুগন ও ত্রানগ্রহনকারীগন।অনুষ্ঠান শেষে ডুফা সভাপতি জনাব এনায়েত হোসেন পল্লব ও জেনারেল সেক্রেটারী জনাব সৈয়দ নেয়ামুল হক এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে সার্বিক সহযোগীতার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান হয়।