ইকোবিজ

চিনি ও পাম তেলের নতুন দাম নির্ধারণ

বাণিজ্য মন্ত্রণালয় থেকে, দেশে পাম তেল ও চিনির মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাম তেলের লিটার কেজিতে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল।

এ ছাড়া খোলা চিনি কেজিতে ছয় টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, খোলা বাজারে প্রতি কেজি চিনি ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছিল।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন এ দাম কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Back to top button