জাতীয়

চিত্রনায়ক ফারুকের আসন শূণ্য ঘোষণা

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) গত ১৫ মে মৃত্যুবরণ করেন। ফলে একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন ওই তারিখে শূন্য হয়েছে।
এর আগে, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
উল্লেখ্য, যেকোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ওই আসনে ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

Related Articles

Leave a Reply

Back to top button