করোনাজাতীয়

চিকিৎসা করাতে ভারত গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে সরকার

বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে গিয়ে সেখানে আটকে পড়া কিছু বাংলাদেশির তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব বাংলাদেশি এখনো তালিকায় অন্তর্ভুক্তির জন্য নাম দেননি, তাদের নাম দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

রবিবার বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক বার্তায় এই তথ্য দিয়েছেন। তিনি তারা বার্তায় বলেছেন:

‘করোনা ভাইরাসের কারণে ভারত-বাংলাদেশ সকল যোগাযোগ বন্ধ। আমরা শুনতে পেয়েছি, চিকিৎসা নিতে গিয়ে সেখানে কিছু বাংলাদেশি আটকা পড়েছেন। যারা সেখানে থাকতে গিয়ে সমস্যা পোহাচ্ছেন। তাদের তাদের থাকারও সমস্যা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন। তিনি আরও বলেন, যারা এখনো নাম জানাননি তাদের প্রতি অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আপনারা (বাংলাদেশিরা) একসঙ্গে কতজন, কোথায় আছেন, নাম, বয়স, পাসপোর্ট নম্বর, যোগাযোগের জন্য মোবাইল নম্বর ইত্যাদি আমাদের (বাংলাদেশের) দিল্লিতে অবস্থিত দূতাবাসে অবশ্যই জানান। আমাদের দূতাবাসের টেলিফোন নম্বর ৮৫৯৫৫-৫২৪৯৪। যারা ইতোমধ্যে জানিয়েছেন তাদের জানানোর প্রয়োজন নেই। শাহরিয়ার আলম জানান, পূর্ণ তালিকা পেলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে। আপনাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারা পর্যন্ত অন্তত আমরা চেস্টা করবো স্থানীয় কর্তৃপক্ষ যেন আপনাদের চাহিদার বিষয়গুলো দেখভাল করেন। আর যারা ফিরে আসতে চান তাদের আশকোনা হাজি ক্যাম্পে এবং যারা চিকিৎসাধীন তারা কুর্মিটোলা বা অন্য হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সম্মতি দিতে হবে।’

উল্লেখ্য, এমুহূর্তে ভারতে কতজন বাংলাদেশি আটকা পড়েছেন, তা জানা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button