করোনাজাতীয়

চিকিৎসক-নার্সদের বাসায় থাকতে না দিলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের বাসায় থাকতে না দিলে বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে তাদের প্রয়োজনীয় সহায়তা না করলেও ওইসব বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঢাকার ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট ৮টি ক্রাইম বিভাগের ডিসিকে এমন নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা রোগীকে চিকিৎসা দেয়ার কাজে নিয়োজিত ডাক্তার-নার্স এবং আক্রান্ত রোগীকে প্রয়োজনীয় সহায়তা করবে পুলিশ। কোনও কোনও বাড়ির মালিক তাদের বাধা দিচ্ছেন; যা কোনওভাবেই কাম্য হতে পারে না। এ বিষয়ে সজাগ থেকে তাদের সহায়তা করতে হবে।

এতে বলা হয়, করোনা রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্ত অনেককে বাড়িতে নিজ নিজ ফ্ল্যাটে-বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মালিক এক্ষেত্রে বাধা দিলে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button