বিনোদুনিয়া
চার মাসে পরীর রাজ্য

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ -পরীর জগতে আসা ছোট্ট ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের চার মাস।
ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন রাজ -পরী। আর সেই আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।
তিনি লিখেছেন, আমাদের ছেলের চার মাস হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। চার মাসের শুভেচ্ছা বাজান।
পোস্টের নিচে হ্যাশট্যাগে লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। সেখানে রাজ্যের বাবাকে ছবি তোলার ক্রেডিটও দিয়েছেন মা পরী। ঘন্টা পেরুতে না পেরুতেই তার সেই পোস্টে ১৪ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজ-পরী দম্পতির ঘর আলো করে আসে ছেলে রাজ্য ।