জাতীয়

চার ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

দুর্ঘটনায় পড়ার চার ঘণ্টা পর, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেসের ব‌গি উদ্ধার করেছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দি‌কে রেল প্রকল্পের ক্রেনের সহায়তায় পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্ত ব‌গি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়।

এরপর ক্ষ‌তিগ্রস্ত ব‌গি ক্রেন দি‌য়ে ওপ‌রে তুলে লাইনে তোলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকেপড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নতুন রেললাইন প্রকল্পের দা‌য়িত্বরত একা‌ধিক কর্মকর্তা জানান, নতুন রেললাইনের রেলক্রসিং পয়েন্স (মেইনপ‌য়েন্স) করার সময় পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের মাঝখা‌নের ব‌গি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের প্রায় ২০০ মিটার ক্ষতিগ্রস্ত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button