জাতীয়লিড স্টোরি

চারদিন বন্ধ থাকার পর চালু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

টারবাইন ত্রুটিতে চারদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন চালু হয়।
কেন্দ্রটি চালুর হওয়ার পর সাত মাসে কয়লা সংকট, রক্ষণাবেক্ষণসহ যান্ত্রিক নানা ত্রুটির কারণে পাঁচ বার বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ জানান, টারবাইন ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এরপর ভারতীয় প্রতিষ্ঠান হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা টারবাইন ত্রুটির মেরামতের কাজ শুরু করেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের বয়লার ফায়ার করা হয়। এরপর দুপুর ২টা থেকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে সেটি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
এর আগে ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button