জাতীয়
চামড়া ঢাকায় ৫৫, সারাদেশে ৪৮ টাকা বর্গফুট

এবারের ঈদুল আজহায় কোরবানির গরুর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা। সেই সঙ্গে সারাদেশে তা নির্ধারণ করা হয়েছে ৪৫-৪৮ টাকা। তবে এবার লবণযুক্ত খাসির চামড়ার দাম বাড়ছে না।
রবিবার (২৫ জুন) বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত ওই সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই তথ্য জানান।
এর আগে গত বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা নির্ধারণ করেছিল সরকার। যা ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা ধরা হয়েছিল। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
দেশে চামড়া ব্যবসায়ীদের কাঁচা চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। এক দশক আগেও একটি গরুর চামড়া আকারভেদে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি করা যেত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় সেই একই চামড়া ৫০০ টাকাতেও বিক্রি করতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা। পানির দরে না বিক্রি করে তাই অসংখ্য চামড়া ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।