জাতীয়

চাঁদাবাজির কারণে চাকরি হারানো রিয়াজ ডিআরইউ প্রার্থী

 

চাঁদাবািজর অভিযোগ প্রমাণ হওয়া দৈনিক আলোকিত বাংলাদেশ থেকে চাকরি হারানো রিয়াজ চেৌধুরী এবার ঢাকা রপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন।
আলোকিত বাংলাদেশ সূত্রেই জানা গেছে রিয়াজ ঢাকা উত্তরা জোনের রাজউক কর্মকর্তা আশরাফুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তিনি টাকা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাের হুমকি দিয়েছিলেন রিয়াজ। রাজউকের ওই কর্মকর্তা পরে ঢাকা আহসানিয়া মিশনের প্রেসিডেন্টের কাছে অভিযোগ করেন। পরে বিষয়টির তদন্ত হয়।
ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মুস্তাফিজুর রহমান। তদন্ত কমিটি ভয়েস রেকর্ড, এসএমএস যাচাই করে এবং দুজনের সাথেই কথা বলে। পরে অভিযোগের সত্যতা মেলে। এরপরেই রিয়াজকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। পরে ফোর্স রিজাইন করেন রিয়াজ।
রিয়াজ বর্তমানে এশিয়ান মেইল টোয়েন্টিফোর নামে একটি অনলাইনে কাজ করেন।
চাদাবাজির অভিযোগ থাকা রিয়াজ ডিআরইউ নির্বাচনে প্রার্থী হওয়ায় রয়েছে নানা প্রতিক্রিয়া। ভোটারদের অনেকেই বলছেন তার মতো একজন দুর্নীতিবাজ নির্বাচনে নির্বাচিত হলে ডিআরইউ’র দুর্নাম ছড়িয়ে পড়বে।

Related Articles

Leave a Reply

Back to top button