জাতীয়

চসিকের তফসিল ঘোষণা বিকেলে

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার কমিশনার ও ইসি সচিব অংশ নেবেন।

সভার নোটিশে জানা যায়, বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৬১তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সভায় বিবিধসহ তিনটি আলোচ্য সূচি রাখা হয়েছে। এর মধ্যে একটি হলো এসব নির্বাচনের তফসিল ঘোষণা। তফসিলে আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে এসব নির্বাচনের সময় উল্লেখ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button