জাতীয়রাজনীতি

চলে গেলেন সাহারা খাতুন

চলে গেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক ১১.৩০ দিকে তিনি না ফেরার দেশে চলে যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্নীয় ও নিউজ নাউ বাংলার প্রবাস প্রতিনিধি সেবুল মিয়া।

উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্য  হয় তার।

এর আগে গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button