জাতীয়

চলে গেলেন সাংবাদিক খোকন; সেতুমন্ত্রী ও তথ্যমন্ত্রীর শোক

চলে গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ূন কবীর খোকন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ূন কবীর খোকনের মৃত্যু হয়।

হুমায়ূন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়াও শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও ভালো মানুষকে হারালো।

ড. হাছান মাহমুদ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোক বার্তায় হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের  মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক  ও ভালো মানুষকে  হারালো। ক্ষুরধার লেখনী ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের জন্য তিনি সবার মাঝে বেঁচে থাকবেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button