জাতীয়

চলে গেলেন মুক্তিযোদ্ধা বীর উত্তম সি আর দত্ত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

এর আগে গত  ২০ আগস্ট নিজ বাসায় বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

Related Articles

Leave a Reply

Back to top button