বিনোদন

চলে গেলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

ভারতের তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন টুইট করে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার অসুস্থ হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এ সঙ্গীতশিল্পীকে।

সন্ধ্যা মুখোপাধ্যায়, যার কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে সংগীত প্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তার গাওয়া গান এখনও মানুষের মুখে মুখে। গান গেয়েছেন এসডি বর্মন, মদন মোহন, নৌশাদ আলী, অনিল বিশ্বাস এবং সলীল চৌধুরীর মতো সর্বকালের শীর্ষস্থানীয় সংগীত পরিচালকদের সঙ্গে।

সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কার।

সম্প্রতি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারের প্রস্তাব ফিরিয়ে দেন কিংবদন্তী এই সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Back to top button