জাতীয়

চলে গেলেন নবাব সিরাজউদ্দৌলা পরিবারের ৮ম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা

বাংলার ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা পরিবারের শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব নবাবের ৮ম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা, তার সহধর্মিনী – বাংলার মহীয়সী নারী মরহুমা সৈয়দা হোসনেআরা বেগম, বাংলার ইতিহাস ঐতিহ্যের গর্বিত এই দম্পতির ৪ সুযোগ্য সন্তান – নাজনীন, সাকিনা, মাসুম এবং নতুন প্রজন্মের সিরাজউদ্দৌলা সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা। ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দেশের নীতি জ্ঞানহীন স্বার্থান্বেষী চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার অবহেলায় চিকিৎসাধীন অবস্থায় আমাদের সকলের এবং পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন।

নবাব সিরাজউদ্দৌলা পরিবার
নবাব সিরাজউদ্দৌলার ৮ম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা। সঙ্গে তার পূত্র নবাবের ৯ম বংশধর নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা।

তিনি একজন মুখলিস ও অত্যন্ত দ্বীনদার মানুষ ছিলেন। কওমের জন্য নিঃস্বার্থ ভাবে অনেক সেবামূলক কাজ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের জন্য শোক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু তায়ালা উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন বিহাক্কি মুহাম্মদ (স:) ওয়া আলিহিত ত্বাহিরীন (আ:), আমীন ইয়া রাব্বাল আলামীন।

নবাব সিরাজউদ্দৌলার ৮ম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা। সঙ্গে তার পূত্র নবাবের ৯ম বংশধর নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা।

নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা সকল মুমিনিন কে তার পিতার আত্মার মাগফেরাতের জন্য
একবার সুরা ফাতিহা ও তিনবার সুরা ইখলাস পাঠ করবার বিনীত অনুরোধ জানিয়েছেন

লিখনী :  নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা

Related Articles

Leave a Reply

Back to top button