আন্তর্জাতিক

চলতি মাসে পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাবেন কিম জং

চলতি মাসে উত্তর কোরিয়ার কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন। একজন মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেছেন, সফরে ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন উত্তর কোরিয়া। তবে বৈঠকটি কোথায় হবে তার সঠিক অবস্থান স্পষ্ট নয়।
উত্তর কোরিয়া বা রাশিয়া থেকে প্রকাশিত বা অন্যান্য মার্কিন মিডিয়ায়ও এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র নিউইয়র্ক টাইমসকে জানায়, যে কিম সম্ভবত সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করার সম্ভাবনা ছিল।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যে দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার নতুন তথ্য পাওয়ার পরে সম্ভাব্য বৈঠকটি হবে।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরের সময় ‘পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার’ চেষ্টা করেছিলেন। করোনা মহামারির পর এই প্রথম কিম বিদেশি অতিথিদের জন্য দেশের দরজা খুলে দিয়েছিলেন।
তিনি বলেন, ‘পুতিন এবং কিম এর পর থেকে ‘তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেছেন।’
উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপসহ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এই ধরনের চুক্তির বিনিময়ে উত্তর কোরিয়া কী পাবে তা নিয়ে ওয়াশিংটন এবং সিউল উভয়েই উদ্বেগ রয়েছে, যার ফলে এশিয়ার দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button