Leadআন্তর্জাতিক

চলতি বছরে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ছাঁটাই

যুক্তরাষ্ট্রে এ বছর ছাঁটাই ঘোষণার সংখ্যা ২০২০ সালের পর সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। কনসালটিং এক প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত মোট প্রায় ১২ লাখ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিয়োগদাতারা।

প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি, খাদ্য ও টেলিকম খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ভেরাইজনই নভেম্বরে ১৩ হাজার চাকরিচ্যুতির পরিকল্পনা জানিয়েছে।

১৯৯৩ সালের পর মাত্র ছয়বার নভেম্বর পর্যন্ত ছাঁটাইয়ের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ এটি ঘটেছিল ২০২০ সালে, যখন করোনা মহামারির আঘাতে ২৩ লাখের বেশি চাকরি কাটার পরিকল্পনা ঘোষণা করেছিল প্রতিষ্ঠানগুলো।

সাধারণভাবে চাকরিচ্যুতির এসব ঘোষণা বাজারে বড় প্রভাব ফেলে না। কারণ, এগুলোর অনেকটাই এখনো বাস্তবায়িত হয়নি। তবে সাম্প্রতিক ‘গভর্নমেন্ট শাটডাউন’ পরিস্থিতির কারণে সরকারি পরিসংখ্যান প্রকাশে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে

এরই মধ্যে বুধবার (৩ ডিসেম্বর) এডিপি জানিয়েছে, নভেম্বরে বেসরকারি খাতে মোট ৩২ হাজার চাকরি কমেছে এবং ছোট ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে। তারা একাই হারিয়েছে ১ দশমিক ২ লাখ চাকরি।

বুধবার বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক বললেন, এডিপির নেতিবাচক রিপোর্ট বাইডেন প্রশাসনের শুল্ক নীতির কারণে নয়, বরং সাম্প্রতিক গভর্নমেন্ট শাটডাউন পরিস্থিতি এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কারণে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চাকরির ডেটা শিগগিরই ‘পুনঃসমতা’ ফিরে পাবে এবং আগামী বছর ‘অসাধারণ ভালো’ সংখ্যা দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button