জাতীয়

চলতি বছরেই তিস্তার পানি চুক্তি হওয়ার সম্ভাবনা: ভারতের পররাষ্ট্র সচিব

চলতি বছরেই তিস্তার পানি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।  

সোমবার (২ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ : ভারত : একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ -শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে। এটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। এই বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন- এনআরসি একান্তই অভ্যন্তরীণ বিষয়। এটা প্রতিবেশী দেশে প্রভাব ফেলবে না। ভারতের আদালতের নির্দেশনা অনুযায়ীই এনআরসি হচ্ছে।

ঢাকার ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) এই সেমিনার আয়োজন করে।

Related Articles

Leave a Reply

Back to top button