খেলা

চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে হারলো টাইগ্রেসরা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ১১৮ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজি মেয়েরা।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

এরপর বল হাতে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন বোলাররা। কিন্তু অ্যানাবেল সাদারল্যান্ডের দুর্দান্ত এক ফিফটির পর শেষ ওভারে অ্যালানা কিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯৫ রানেই অল আউট হয়েছে বাঘিনীরা। ফলে ১১৮ রানে জিতে সিরিজে লিড নিয়েছে অজিরা।

অস্ট্রেলিয়ার দেয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মেগান শুটের শিকার হয়ে সাজঘরে ফিরেন ফারজানা হক। এরপর দলীয় ২১ রানেই মুর্শিদা খাতুনও আউট হন অ্যাশলি গার্ডনারের বলে। শুরুতেই দুই উইকেট হারানোর পর ক্রিজে আসেন অধিনায়ক জ্যোতি।

তৃতীয় উইকেটে সুবহানা মস্তারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জ্যোতি। দুজন মিলে অজি বোলারদের দেখেশুনে খেলে গড়েন ৪৯ রানের জুটি। ফলে ১৭.২ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৭০ রান। তবে অ্যালানা কিংয়ের বলে বোল্ড হয়ে মুস্তারি ফিরলে ভাঙে এ জুটি। এরপর কেউই আর দলের হাল ধরতে পারেননি।

একে একে ব্যর্থ হন ফাহিমা খাতুন, রিতু মনিরা। এক পর্যায়ে অধিনায়ক জ্যোতিও আউট হন ব্যক্তিগত ২৭ রানেই। দলের হয়ে আজ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন তিনি। এদিকে অজি বোলারদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছে ৩৬ ওভারে ৯৫ রান করেই।

এর আগে, টসে জিতে বল করতে নেমে আজ সূচনাটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় ওভারে বল করতে এসেই অজি ওপেনার ফোবি লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন। এরপর ম্যাচের ষষ্ঠ ওভারেই এলিস পেরিকেও সাজঘরের পথ দেখান সুলতানা।

টাইগ্রেস বোলারদের তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে আরও বিপদের দিকে ঠেলে দিয়ে দলীয় ২৭ রানেই আউট হন অজিদে অধিনায়ক এলিসা হিলি।

দলীয় ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। তবে দলের বিপর্যয়ের দিনে এদিন হাল ধরেছিলেন সাত নম্বরে নামা সাদারল্যান্ড।

দলকে লড়াকু পুঁজি এনে দিতে আজ শেষদিকে দুর্দান্ত খেলেছেন তিনি। কয়েকটি জুটিতে দলের রানের চাকা সচল রাখেন তিনি। দলকে লড়াকু পুঁজি এনে দেয়ার পথে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত ফিফটিও। শেষ পর্যন্ত তাঁর ৫৮ রানের ইনিংসের সুবাদেই ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button