খেলা

চট্টগ্রাম-বরিশাল ম্যাচ দিয়ে শুরু বিপিএল

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের।

৬টি দল নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ।

উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

ঢাকায় প্রথম ধাপে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। এরপর ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর আবারও ফিরবে ঢাকায়। ৩ ও ৪ ফেব্রুয়ারি৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে পরদিন সিলেট চলে যাবে দলগুলো। সিলেটে ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

১১ ফেব্রুয়ারি থেকে গ্রুপ লিগ পর্বের ৪টি ম্যাচ শেষে ১৪ ভেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Related Articles

Leave a Reply

Back to top button