চট্রগ্রামজাতীয়জেলার খবর

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামানকে আগামী ১১ আগস্টের মধ্যে চবক চেয়ারম্যানের পদে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনীর কমডোর এ কে এম আফজাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে তাকে নৌবাহিনী থেকে নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বর্তমানে তিনি নৌবাহিনীর ‘বিএনএস ঈশা খা’র দায়িত্বে আছেন।

এর আগে, তিনি রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডেপুটেশনে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

Related Articles

Leave a Reply

Back to top button