জাতীয়জেলার খবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো গোডাউনসহ ৭ দোকান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো ৫টি দোকান ও ২টি গোডাউন রোববার ভোর পৌনে ৫টার দিকে রাঙ্গুনিয়া থানাধীন রাজানগর ইউনিয়নের রাণীরহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নির্বাপন করে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল ও সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দোকান ও গোডাউনগুলো মো. কাউসার, জয়নাল আবেদীন, শামসুল আলম, মো. ইসহাক এবং মো. জাহাঙ্গীরের মালিকানাধীন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন বলেন, রাণীরহাট বাজারে আগুনের খবর পেয়ে ভোর ৪টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আমরা ৬ টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করি।

৫টি দোকান ও ২টি গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button