খেলা

চট্টগ্রামকে বিদায় করে তৃতীয়বার ফাইনালে কুমিল্লা

তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বুধবার মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে সুনিল নারিনের মাত্র ১৩ বলে ফিফটির রেকর্ড গড়া ম্যাচে ৪৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে কুমিল্লা।

চট্টগ্রামের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শরিফুল ইসলামের প্রথম ওভারেই ২০ রান নেন ওপেনার সুনীল নারিন। শরিফুলের প্রথম ওভারে লিটন দাস ক্যাচ দেন দেন আকবর আলীর হাতে। পরের ওভারে মিরাজকে তিন ছয় এক চারে মিরাজ-ইমরুল নেন আরও ২৩ রান।

পাওয়ার-প্লেতে চার-ছক্কার ঝড় তুলে মাত্র ১৩ বলে ফিফটি তুলে নেন নারিন। যা বিপিএলের ইতিহাসে দ্রুততম। এর আগে বিপিএলে ১৬ বলে ফিফটির রেকর্ড ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের।

দলীয় ৫.৪ ওভারের মাথায় সুনীলকে ফেরান মৃত্যুঞ্জয় চৌধুরী। তার আগে ১৬ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় করেন ৫৭ রান।

পরে দুই বিদেশি ফাফ ডু প্লেসি ও মঈন আলীর ৫৪ (২৭) রানের অবিচ্ছেদ্য জুটিতে ৬ ওভার ১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয় কুমিল্লা।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ১০ উইকেটে চট্টগ্রামের সংগ্রহ করে ১৪৮ রান।

কুমিল্লার হয়ে ৩টি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও মঈন আলী। ১ উইকেট করে নেন মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও তানভির ইসলাম।

আগামী শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ফাইনালে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা।

Related Articles

Leave a Reply

Back to top button