জেলার খবর
চকরিয়ায় নদী থেকে অবাধে বালু-মাটি উত্তোলন

চকরিয়ায় নদী থেকে অবাধে বালু-মাটি উত্তোলন সাদ্দাম হোসাইন। কক্সবাজার প্রতিনিধি চকরিয়া উপজেলার বেতুয়াবাজার ব্রিজের দক্ষিণ পাশে মাতামুহুরি নদীর তীরে ভেসে উঠা চরে মাটি কেটে সাবাড় করছে ভূমি দস্যুরা।
সোমবার (১১ মার্চ) স্থানীয় লোকজন নিউজ নাউ বাংলাকে জানান, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন নয়াচর ৬ নং ওয়ার্ডের নাবালক মিয়ার পুত্র মোহাম্মদ নাছির উদ্দীন পুতু, মোহাম্মদ আবদুল হামিদ, নাজের উদ্দিন এর নেতৃত্বে বেতুয়াবাজার ব্রিজের দক্ষিণ পাশে মাতামুহুরি নদী নয়াচর ৬ নং ওয়ার্ড পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ স্থানে রাত ১১ টার পর প্রতিদিন স্কেভেটর দিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রের উচ্চ স্বরে শব্দ হওয়ায় পরীক্ষাদের ঘুমের ব্যাঘাত ঘটে।
এছাড়া বেতুয়াবাজার ব্রিজ সংলগ্ন নদীর তীরে ভেকু বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে চরম হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। অবৈধভাবে মাটি কাটার ফলে সড়ক ও সেতুর দুই পাশ থেকে মাটি সরে গিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও করছে অনেকে। সরেজমিন দেখা যায়, চকরিয়া বেতুয়াবাজার মাতামুহুরি নদীর ওপর নির্মিত সেতুর অদূরে একটি ভেকু বসিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে মাতামুহুরি নদীর ওপর নির্মিত সেতু ও সড়ক দুইটি দেবে যেতে পারে। মাটি খেকোরা মাতামুহুরি নদী থেকে মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছে। মাটি কাটার কারণে পৌরসভা সংযোগ সড়কে মাটির স্তূপ তৈরি হয়ে যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
এতে সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই সময় নদীতে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হলে সাময়িকভাবে মাটি বিক্রি বন্ধ হয়। পরে আবার অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে বিক্রি অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে নদী থেকে মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলেও আবার শুরু হয় মাটি বিক্রির উত্তোলনের মহোৎসব। এ বিষয়ে চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, এভাবে কেউ বালি-মাটি উত্তোলন করে বিক্রি করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।