জাতীয়
ঘূর্ণিঝড় সিত্রাং-এ ছয় জেলায় ১১ জনের প্রাণহানি

ঘূণিঝড় সিত্রাংয়ের তান্ডবে সোমবার দেশের ছয় জেলায় ১১ জনের প্রাণহানি হয়েছে। কুমিল্লায় তিনজন, ভোলায় তিনজন, সিরাজগঞ্জে দুজন, ঢাকা, নড়াইল ও বরগুনায় একজন করে মোট ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র।
এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটে ঝড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ যায় এক দম্পতি এবং তাদের চার বছরের শিশুর। ভোলার দৌলতখান ও চরফ্যাশন এবং নড়াইলের লোহাগড়ায় গাছ ভেঙে তিনজনের মৃত্যু হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছচাপায় রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন।
এ ছাড়াও নড়াইলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জে নৌকাযোগে বাড়ি যাওয়ার পথে সোমবার রাতে সিত্রাং-এর প্রভাবে ঝড়বৃষ্টি কবলে পড়ে নৌকাডুবে মা আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেনের (২) মৃত্যু হয়েছে। ঝড়ের সময় ঢাকার হাজারীবাগেও দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।