জাতীয়

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনা ও বরিশালের উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত ২৬ ও ২৭ মে ২০২৪ তারিখে প্রাকৃতিক দূযোর্গ ঘূর্ণিঝড় রিমালে খুলনা ও বরিশালসহ তৎসংলগ্ন উপক‚লীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এ অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেকেই নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে ফেলে। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অনেকেই কর্মহীন হয়ে অসহায় ও মানবেতর জীপন-যাপন করছে। এছাড়াও খুলনা ও বরিশালসহ তৎসংলগ্ন উপক‚লীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ে।

র‌্যাব ফোর্সেস ঘূর্ণিঝড় রিমালের পূর্ব থেকেই খুলনা ও বরিশালসহ তৎসংলগ্ন উপকলীয় অঞ্চলের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এই অঞ্চলের সর্বসাধারণকে সর্তক করা এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে দ্রুত সময়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। পাশাপাশি র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় শুকনা রসদ যেমন চাল, ডাল, আটাসহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও র‌্যাবের ভ্রাম্যমাণ মেডিকেল টীম ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে। এই অঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগ প্রতিরোধে র‌্যাব ফোর্সেস জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। র‌্যাবের পক্ষ থেকে এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button