জাতীয়লিড স্টোরি

ঘুরে দাঁড়িয়েছে পোশাক খাত, ৬ মাসে রফতানি ১৯৮৯ কোটি ডলার

ঢাকা : নানা প্রতিকূলতার মধ্যেও তৈরি পোশাক রফতানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা এবং নতুন বাজারে বেড়েছে রফতানি। এর মধ্যে যুক্তরাজ্য ও নতুন বাজার ছাড়া বাকি বাজারগুলোতে ১০ শতাংশের বেশি রফতানি বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) এক হাজার ৯৮৯ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২৮ শতাংশ বেশি। গত অর্থবছর প্রথমার্ধে রফতানি হয়েছিল এক হাজার ৭৫৬ কোটি ডলারের তৈরি পোশাক।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানের বরাতে বিজিএমইএ বলছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে রফতানিকৃত পোশাকের অর্ধেকের গন্তব্য ছিল ইইউ। বড় এ বাজারে রফতানি হয়েছে ৯৮৭ কোটি ডলারের তৈরি পোশাক। এ রফতানি গত অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ২২ শতাংশ বেশি।

ইইউর দেশগুলোর মধ্যে জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, ডেনমার্ক ও ইতালিতে ৫০ কোটি ডলার বা তার বেশি পোশাক রফতানি হয়েছে। এর মধ্যে স্পেন এবং ইতালি ছাড়া বাকি দেশগুলোতে রফতানি ১০ শতাংশের বেশি বেড়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে জার্মানিতে ২৪৭ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এ রফতানি গত অর্থবছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। এ ছাড়া স্পেনে ১৭০ কোটি, ফ্রান্সে ১০৯, নেদারল্যান্ডসে ১০৬, পোল্যান্ডে ৭৯, ডেনমার্কে ৫৬ ও ইতালিতে ৭৭ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এ দেশগুলোর মধ্যে পোল্যান্ডে তৈরি পোশাক রফতানি বেড়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ আর সর্বনিম্ন স্পেনে, ৩ শতাংশের কাছাকাছি।

একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ঐ দেশে ৩৮৪ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এ রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৫৫ শতাংশ বেশি।

পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এতে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ সরাবে। ফলে বাড়তি অর্ডার পাওয়ার সুযোগ মিলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে চলতি অর্থবছরের প্রথমার্ধে রফতানি হয়েছে ২১৬ কোটি ডলারের তৈরি পোশাক। এ রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি ৬ দশমিক ৭০ শতাংশ। আরেক প্রচলিত বাজার কানাডায় চলতি অর্থবছরের প্রথমার্ধে রফতানি হয়েছে ৬৪ কোটি ডলারের তৈরি পোশাক। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ১৪ শতাংশ।

এ ছাড়া নতুন বাজারেও ভালো করছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ এ বাজারে ৩৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। গত অর্থবছরের প্রথম ৬ মাসে ৩১৩ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছিল। সে হিসেবে গত ডিসেম্বর পর্যন্ত নতুন বাজারে রফতানি বেড়েছে সাড়ে ৭ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে নতুন বাজারের মধ্যে জাপানে সবচেয়ে বেশি রফতানি হয়েছে। এ সময়ে সেখানে ৬০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এ রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ বেশি। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ৪৩ কোটি, ভারতে ৩৭, কোরিয়ায় ২৩ ও তুরস্কে ২২ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় রফতানি বেড়েছে সাড়ে ৭ শতাংশ, ভারতে ১৮, কোরিয়ায় ২ দশমিক ৮৪ ও তুরস্কে ৪৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Back to top button