Leadচট্রগ্রামজেলার খবর

ঘুমন্ত বিএনপি নেতাকে বল্লম দিয়ে হত্যার চেষ্টা!

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর ঘুমন্ত অবস্থায় বল্লম বিদ্ধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে ভয়ংকর এ হামলার ঘটনা ঘটেছে।

বল্লম বিদ্ধ অবস্থায় বিএনপি নেতাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি নেতার বুক থেকে বল্লমটি বের করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এই ন্যাক্কারজনক হামলা ঘটনায় বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বিজয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন মুন্সি জানান, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল। হত্যার উদ্দেশেই বিএনপি নেতা এনাম খাঁ’র ওপর এই হামলাটি হয়েছে। গেল ১৬ বছর ধরে স্খানীয় আওয়ামী লীগের হাতে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন।

একাধিকবার জেলও খেটেছেন এনাম খাঁ। তিনি একজন সৎ ও ত্যাগী নেতা। গত ০১ সেপ্টেম্বর আওয়ামী লীগের এই চক্রটি আসামি ছিনিয়ে নিতে বিজয়নগর থানা পুলিশের ওপরও হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, জানালা খোলা রেখেই ঘরে শুয়ে ছিলেন এনাম খাঁ। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় তার ওপর বল্লম হামলা চালায়। বল্লম দিয়ে বুক বরাবর আঘাত করলে তার বুকের ডান পাশে গুরুতর জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা এনাম খাঁ বলেন, আওয়ামী লীগের ইছাপুরের ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল ও ধান বেপারী ইছাপুরার আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলও খাটিয়েছে তারা।

গেল বছর ৫ আগস্টের পর এলাকায় আমার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকায় রাজনৈতিকভাবে দুর্বল করতে এই হামলার ঘটনা ঘটানো হতে পারে। আমাকে হত্যার উদ্দেশেই হামলা চালানো হয়।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামলা জড়িতদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button